রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে এক হোটেল মালিকের জরিমানা 

নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে এক হোটেল মালিকের জরিমানা 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া):

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বগুড়ার নন্দীগ্রামে এক হোটেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডে জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডের জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …