মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় বেকারী মালিককের জরিমানা

নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় বেকারী মালিককের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করায় বেকারী মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাতের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

নন্দীগ্রাম কলেজপাড়ার সেলিম রেজার তৃষা বেকারীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন পণ্য দিয়ে খাদ্য কেক ও পাউরুটি প্রস্তুত করে।
এ খবর পেয়ে বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তৃষা বেকারীর মালিক সেলিম রেজাকে ২০ হাজার টাকা জরিমানা করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত এ তথ্য নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে কোথাও খাদ্য প্রস্তুত করা হলে দ্রত আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …