সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকেল ৩ টায় নন্দীগ্রাম এলএসডিতে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু। আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুজ্জামান, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সারমিন আক্তার, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল-তৌফিক ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

এবার নন্দীগ্রাম উপজেলায় ২৭ টাকা কেজি দরে ২৬৩৮ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ২১২৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

আরও দেখুন

জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ ও সর্তক থাকতে হবে- দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন …