সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে অবৈধ দোকান উচ্ছেদ

নন্দীগ্রামে অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে গড়ে ওঠা ছোট ছোট দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের নেতৃত্বে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ৩ টি ফলের দোকান, ১ টি চায়ের দোকান ও ৪ টি পানের দোকান উচ্ছেদ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী জানিয়েছে, এরপূর্বেও দোকান গুলো উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু আবারও তারা সরকারী জায়গা জবরদখল করে দোকান বসায়। ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়। মহাসড়কের দু’পাশে ছোট ছোট দোকান বসানোর কারণে যানজটসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তাই ফুটপাত দখলমুক্ত রাখার দাবী করে স্থানীয়রা।

উচ্ছেদকৃত দোকান মালিকরা সময় না দেয়ার অভিযোগ তুললেও প্রশাসন বলছে তাদের দোকান সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …