সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন করায় একজনের কারাদন্ড

নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন করায় একজনের কারাদন্ড


নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন করায় একজনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করে জাহাঙ্গীর আলম সেলিম। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টায় সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

এরপর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে জাহাঙ্গীর আলম সেলিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আটককৃত জাহাঙ্গীর আলম কাহালু উপজেলার জামগ্রামের আব্দুল গাফফার সরদারের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …