রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন করায় একজনের কারাদন্ড

নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন করায় একজনের কারাদন্ড


নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন করায় একজনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করে জাহাঙ্গীর আলম সেলিম। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টায় সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

এরপর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে জাহাঙ্গীর আলম সেলিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আটককৃত জাহাঙ্গীর আলম কাহালু উপজেলার জামগ্রামের আব্দুল গাফফার সরদারের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও দেখুন

নাটোরে আইনজীবীর উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার …