মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে অপহরণ মামলার আসামিসহ আটজন গ্রেপ্তার

নন্দীগ্রামে অপহরণ মামলার আসামিসহ আটজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার নন্দীগ্রামে অপহরণ মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বুধবার (১৭ মে) বিকেলে থানার এসআই খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে কালাইচাপড় গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৪১) কে দুই গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। অপরদিকে দুপুরে থানার এসআই শরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী বাজার এলাকা থেকে ২০পিস ইয়াবাসহ ঢাকইর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফজলে রাব্বী (২০) ও ভদ্রদিঘী গ্রামের ছবের উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২৯) কে গ্রেপ্তার করে।

এছাড়া থানার এসআই শরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫১ ধারায় আপুছাগাড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে শরিফুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেন।

একই রাতে থানার এসআই শাহ সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে নারী অপহরণ মামলায় ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামের জিল্লুর রহমানের ছেলে রবিউল ইসলাম (১৯) কে গ্রেপ্তারসহ  অপহৃতকে উদ্ধার করে।

মঙ্গলবার রাতে থানার এসআই বিকাশ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট চুকাইপাড়ার নিজাম উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (১৯) কে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হন।

এছাড়াও থানা পুলিশ গ্রেপ্তারী পরোয়ানামূলে ঢাকইর গ্রামের মহসিন আলীর ছেলে মানিক মিয়া (৩২) ও মুরাদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে আইয়ুব আলী (৩৩) কে গ্রেপ্তার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …