সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামের নিখোঁজ শিক্ষক কুটিল চন্দ্র ট্রেনে কাটা পড়ে নিহত

নন্দীগ্রামের নিখোঁজ শিক্ষক কুটিল চন্দ্র ট্রেনে কাটা পড়ে নিহত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামের নিখোঁজ শিক্ষক কুটিল চন্দ্র ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। এরপর তার মরদেহ অজ্ঞাত হিসেবে সমাহিত করা হয়। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কুটিল চন্দ্র সরকার (৭০) ১লা সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯ টার দিকে নন্দীগ্রাম কলেজপাড়ার বাসা থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। বিভিন্ন স্থানে তার পরিবারের লোকজন অনুসন্ধান করে।

৯ই সেপ্টেম্বর পরিবারের লোকজন জানতে পারে গত ২রা সেপ্টেম্বর সকালে কুটিল চন্দ্র সরকার সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়। তার গলায় কাঠের মালা থাকায় জিআরপি পুলিশ তার মরদেহ সমাহিত করেছে। নিহতর পরিবারের লোকজন এ বিষয়টি নিশ্চিত করেছে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …