রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামের ইউএনও শিফা নুসরাত জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন 

নন্দীগ্রামের ইউএনও শিফা নুসরাত জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত জাতীয় শুদ্ধাচার পুরুস্কার পেয়েছেন। 

বগুড়া জেলা প্রশাসনের পক্ষ হতে তাকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। 

সম্প্রতি বগুড়ায় আনুষ্ঠানিকভাবে তার হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

এ পুরস্কার প্রাপ্তিতে মঙ্গলবার উপজেলা নির্বাহী শিফা নুসরাত বলেন, উপজেলা পর্যায়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্বপালন করায় পুরস্কারটি পেয়েছি। এমন পুরস্কার যেকোনো অফিসারদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্বপালন এবং ভালো কাজ করতে উৎসাহিত করে। 

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …