রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / কৃষি / নতুন প্রজাতির সামুদ্রিক মাছ ‘বাংলাদেশিয়াস’ বৈশ্বিক তালিকায় অন্তর্

নতুন প্রজাতির সামুদ্রিক মাছ ‘বাংলাদেশিয়াস’ বৈশ্বিক তালিকায় অন্তর্

নিজস্ব প্রতিবেদক:
কয়েকজন প্রাণিগবেষক বঙ্গোপসাগরে কোরাল মাছের প্রজাতি শনাক্তকরণ ও সংরক্ষণ বিষয়ে গবেষণা করার সময় বিশেষ এক ধরনের সামুদ্রিক মাছ খুঁজে পেয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের সামুদ্রিক মাছের তালিকায় যুক্ত হলো নতুন এক প্রজাতি। দেশের নামানুসারে মাছটির নতুন নাম রাখা হয়েছে ‘বাংলাদেশিয়াস’।

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনস থেকে বিশ্বে প্রথমবারের মতো এই সামুদ্রিক মাছের প্রজাতি শনাক্ত করা হয়েছে। এদের দৈহিক গঠন ও বাহ্যিক আকৃতি এবং ডিএনএ বারকোডিং পদ্ধতি ব্যবহার করে প্রজাতিটি শনাক্ত করা হয়। বাংলাদেশের নামের সঙ্গে মিল রেখে মাছটির বৈজ্ঞানিক নামকরণ পোমাসেন্ট্রাস বাংলাদেশিয়াস রাখা হয়েছে। বঙ্গোপসাগরে পাওয়া যায় বলে প্রজাতিটির ইংরেজী নাম দেয়া হয়েছে বেঙ্গল ডেমোইসেলি এবং সেন্টমার্টিনে বসবাসরত মানুষের কাছে মাছটির পরিচিতির ওপর মাছটির বাংলা নামকরণ করা হয়েছে পেট্টলি।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …