সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নতুন পজিটিভ ৫জনের ৩জন বাগাতিপাড়ার, নলডাঙ্গার ২

নতুন পজিটিভ ৫জনের ৩জন বাগাতিপাড়ার, নলডাঙ্গার ২

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বুধবার নতুন করে আরও ৫জনের নমুনার পজিটিভ রিপোর্ট এসেছে। এই ৫জনই নাটোর সদর উপজেলার বলে প্রাথমিকভাবে জানা গেলেও পরে জানা গেছে এর মধ্যে ৩জন বাগাতিপাড়ার এবং ২জন নলডাঙ্গার আক্রান্ত ব্যক্তি। নাটোর সদর হাসপাতালের সংগৃহীত নমুনা হওয়ায় প্রাথমিকভাবে নাটোর সদর বলে জানানো হয় সিভিল সার্জন অফিস সূত্রে।

নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান নারদ বার্তা’কে জানান, বুধবারের রিপোর্টের পজিটিভ আক্রান্ত ব্যক্তিদের ৩জন বাগাতিপাড়ার এবং অপর দুইজন নলডাঙ্গা উপজেলার। নলডাঙ্গা উপজেলার দুইজনের একজন নলডাঙ্গা থানার দারোগা এবং অপরজন কনস্টেবল।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নাটোরে নতুন করে কোন শনাক্তের খবর জানা যায়নি। পরে রাত ৮টার দিকে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় নতুন ৫জন শনাক্ত রোগীর খবর। এ নিয়ে নাটোর জেলায় মোট করোনা শনাক্ত হলো ৪৮ জন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …