শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / নতুন নৌপথ চালুর ফলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি

নতুন নৌপথ চালুর ফলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি

নিউজ ডেস্ক:
কুমিল্লার গোমতী নদী দিয়ে দাউদকান্দি থেকে ভারতের সোনামুড়া বন্দরে পরীক্ষামূলকভাবে পৌঁছেছে সিমেন্টবাহী একটি কার্গো ট্রলার। শনিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের মাধ্যমে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি লিমিটেডের একটি ট্রলার তাদের উৎপাদিত ১০ টন সিমেন্ট নিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামড়া বন্দরে পৌঁছে।

এর আগে কুমিলস্নার বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতের সোনামুড়া যাওয়ার পথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস সাংবাদিকদের বলেন, গত ২০ মে মাসে ঢাকায় দুই দেশের মধ্যে নতুন দুইটি নৌপথের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর একটি রাজশাহী থেকে ভারতের দুলিহান এবং অপরটি কুমিলস্নার দাউদকান্দি থেকে ত্রিপুরার সোনামুড়া। এই চুক্তি অনুসারে শনিবার প্রথম সিমেন্ট এক্সপোর্টের মাধ্যমে ট্রায়াল রান শুরু করা হলো। বাংলাদেশ ও ভারত দুই দেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন।

তিনি আরও বলেন, সাধারণত দুই দেশের মধ্যেই ট্রাকযোগে পণ্য আমদানি রপ্তানি করা হয়। এই নৌপথ চালুর কারণে বর্তমানে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং আমদানি ও রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। নৌপথের নাব্যতা সংকটসহ আরও যেসব সমস্যা চিহ্নিত হবে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

এর পরে কুমিলস্নার বিবির বাজার গোমতীর অংশে বিআইডবিস্নউটিএর চেয়ারম্যান গোলাম সাদেক বেলুন উড়িয়ে পরীক্ষামূলক নৌ-চলাচল উদ্বোধন করেন এবং ট্রলারটিকে বিদায় জানান। এ সময় কুমিলস্না জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কাস্টমস অফিসার সুভাস চন্দ্র মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, তানভীর সালেহীন ইমন, কাস্টমস কর্মকর্তা শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: চাঁপাইনবাবগঞ্জ

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …