মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / নজর কেড়েছে বাগাতিপাড়ার জাতীয় পতাকার আদলে আশ্রয়ণ প্রকল্পের ঘর

নজর কেড়েছে বাগাতিপাড়ার জাতীয় পতাকার আদলে আশ্রয়ণ প্রকল্পের ঘর

নিজস্ব প্রতিবেদক: নাটোর প্রতিনিধি. চারপাশে সবুজ। ঠিক মাঝখানে লাল। ওপর থেকে দেখলে মনে হবে এ যেন বাংলাদেশের পতাকা। ভূমি ও গৃহহীনদের জন্য নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর আশ্রয়ণ প্রকল্পের ঘরের চিত্র এটি। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন জানান, উপজেলার পাঁকা ইঊনিয়নের সালাইনগরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৫ম পর্যায়ে ২য় ধাপে পুরাতন জরাজীর্ণ সিআইসিট ব্যারাকের স্থানে সেমি পাকা একক গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ৪০টি একক গৃহ নির্মাণ করা হয়েছে। যা চলতি মাসের ১১ তারিখ মঙ্গলবার প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। ২০২৩-২৪ অর্থবছরের এ প্রকল্পে প্রতিটি একক গৃহ প্রতি সরকারি বরাদ্দ ২ লক্ষ ৮৬ হাজার টাকা। ৪০টি ঘরের বিপরীতে মোট ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করেছেন বাগাতিপাড়া উপজেলা প্রশাসন।ঘরগুলো দৃষ্টিনন্দন করতে চাল লাগানো হয়েছে জাতীয় পতাকার আদলে লাল-সবুজে। এসব ঘরে আশ্রয় দেয়া হচ্ছে ঠিকানা বিহীন এ উপজেলার ভূমিহীন গৃহহীনদের। এই আশ্রয়ন প্রকল্পে নিজেদের মাথা গোঁজার ঠাঁই পেয়ে খুশি অসহায় দুঃস্থ ভূমিহীন মানুষেরা।পাখির চোখে দেখলে মনে হবে সেখানে পত পত করে লাল সবুজ পতাকা উড়ছে। বাস্তবে এর ভিতরে রয়েছে ঠিকানা বিহীন মানুষের মাথা গোজার ঠাঁই। এ দিকে জাতীয় পাতাকার মত করে দৃষ্টিনন্দন ঘর নির্মাণ করায় আশ্রয়ণের বাসিন্দা ও উপজেলাবাসীর কাছে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন। তিনি যোগদানের অল্পসময়ের মধ্যে আশ্রয়ণের দৃষ্টিনন্দন ঘরসহ উপজেলা কমপ্লেক্সে গাড়ী পার্কিং গ্যারেজ, বঙ্গবন্ধুর ম্যুরাল সংস্কার, আনসার সেড নির্মাণ, ইউএনও”র বাসভবনে সেট সংস্কার, শিশু পার্কের সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করে দৃষ্টিনন্দন করেছেন উপজেলাকে। মন কেড়েছেন উপজেলাবাসীর। বুধবার বিকেলে কথা হয় সালাইনগর আশ্রয়ণে বসবাসকারী ফরিদা, আমজাদ, কহিনুরসহ আরো অনেকের সাথে। তারা জানান আমাদের ঘর ছিলনা জমি ছিলনা। আমরা গাছতলাসহ অন্যের বাড়িতে বসবাস করেছি। একখান ঘরের জন্য খুব কস্ট করেছি। আমাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘর ও জমি দিয়েছে তা অতুলনীয়। এর চেয়ে বড় উপহার আর হতে পারেনা। সেজন্য আল্লাহর দরবারে তার জন্য দোয়াও করেন তারা। তারা আরো জানান এখানকার ইউএনও স্যার খুব ভালো মানুষ। আমাদের এই ঘর যেন সঠিক ভাবে তৈরি হয় সেজন্য তিনি প্রত্যেকদিন এখানে আসতেন । আমাদের ঘর খুব ভালো হয়েছে। আমরা সেজন্য আরো বেশি খুশি।

আরও দেখুন

বাগাতিপাড়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য করেবি এনপি নেতার মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,দলীয় সিদ্ধান্ত অমান্য করে নাটোরের বাগাতিপাড়া উপজেলায়মোটরসাইকেল শোডাউনের ঘটনা ঘটেছে। গত শনিবার বিকালে দলীয়নিষেধাজ্ঞা …