রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / নগরীর মুন্নুজান প্রতিমা বিসর্জন ঘাটপরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীর মুন্নুজান প্রতিমা বিসর্জন ঘাটপরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব যথাযথভাবে উদযাপনে নগরীর মুন্নজান প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বুধবার (৯ অক্টোবর) বিকেল চারটায় রাসিক প্রশাসক মহোদয় মুন্নুজান প্রতিমা বিসর্জন ঘাটের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন। এর আগে তিনি কুমারপাড়া বরদা কালি মাতার মন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মহোদয় বলেন, প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহী মহানগরীতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। দুর্গাপূজা উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা সংযোজন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতা, আলোকায়ন, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নয়ন, প্রতিমা বিসর্জন ঘাট প্রস্তুতসহ সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুর্গোৎসব উদযাপনে অতীতের ন্যায় এবারো সরকারি সহায়তার পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পুজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

পরিদর্শনকালে রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর সভাপতি অচিন্ত্য কুমার বিশ^াস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, যুগ্ম সম্পাদক সজল সরকার, সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়, জনি দাস, অমিময় কুমার বিশ্বাস, প্রভাত কুমার আচার্য্য, শ্যামল দত্ত,উজ্জল ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ মোহন মণ্ডলসহ রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …