সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / নগরীতে ব্যক্তি উদ্যোগে নির্মিত ‘বাইতুল
আমিন জামে মসজিদ কমপ্লেক্স’ এর উদ্বোধন

নগরীতে ব্যক্তি উদ্যোগে নির্মিত ‘বাইতুল
আমিন জামে মসজিদ কমপ্লেক্স’ এর উদ্বোধন

নিউজ ডেস্ক:

রাজশাহীতে ব্যক্তি উদ্যোগে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন আধুনিক এক মসজিদ কমপ্লেক্স। রাজশাহী নগরীর হড়গ্রাম মুন্সিপাড়ায় নির্মিত এই কমপ্লেক্সের নাম দেওয়া হয়েছে ‘বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্স’। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই মসজিদ কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমপ্লেক্স কমিটির সভাপতি ডাঃ মোঃ সানাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মসজিদ কমপ্লেক্স নির্মাণের মুল উদ্যোক্তা ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুসহ রাজশাহীর বিশিষ্ট আলেমগণ।

উল্লেখ্য, প্রায় ৫০ শতাংশ জমির উপর নির্মিত বাইতুল আমিন জামে মসজিদে ৮০০ পুরুষ একসাথে জামাতে সালাত আদায় করতে পারবেন। মসজিদের বাইরে আরও অন্তত ২০০ জনের সালাত আদায়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে নারীদের জন্য আলাদা জামাতে সালাত আদায়ের ব্যবস্থা রাখা হবে। যেখানে সেই ফ্লোরে একসাথে প্রায় ৪০০ নারী সালাত আদায় করতে পারবেন। এছাড়াও মসজিদ কমপ্লেক্সটিতে রয়েছে নারী এবং পুরুষদের পৃথক ওযুখানা। যেখানে যথাক্রমে একসাথে মসজিদের দুই পাশে ১৫ জন করে ৩০ জন ওযু করতে পারবেন। এছাড়াও আলাদা স্থানে একসঙ্গে ১০ জন নারী ওযু করতে পারবেন। মসজিদ কমপ্লেক্সে রয়েছে বিশাল মাদ্রাসা ও হেফজখানা। যেখানে প্রায় ৪৫০ ছাত্রের আবাসনের ব্যবস্থা করা হবে। যার কাজ নির্মাণাধীন। আগামী ডিসেম্বরে এই মাদ্রাসা চালু হবে বলে জানিয়েছেন এই মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোক্তা আজিজুল আলম বেন্টু।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …