বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নকল টিএসপি সার জব্দ

নকল টিএসপি সার জব্দ

নকল দ্রব্য ও পণ্য দমনে দেশে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। দেশের প্রতিটি স্থানে এর পরিপ্রেক্ষিতে চলছে প্রতিনিয়ত অভিযান। তারই ধারায় নগরীর পতেঙ্গায় জব্দকৃত ৪শ টন নকল টিএসপি সার ধ্বংস করা হয়েছে। পাশাপাশি নকল সার তৈরিতে জড়িত আটক গুদাম মালিক ওসমান গণি রিপনকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাতে অভিযান শেষে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের ভ্রাম্যমাণ আদালত। 

এরপর মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, র‌্যাব, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জব্দকৃত সারগুলো ধ্বংস করা হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে এনএসআই ও জেলা প্রশাসনের সহযোগিতায় পতেঙ্গা টিএসপি কারখানা গেটের অদূরে হাদিপাড়া এলাকার ওই নকল টিএসপি সার কারখানায় অভিযান চালায় র‌্যাব-৭। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, নকল সার তৈরিতে জড়িত ওসমান গণি রিপনকে সার ব্যবস্থাপনা আইনে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …