নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাসিম আহম্মেদ বলেছেন, আগস্ট শোকের মাস, বেদনার মাস। এই মাসেই আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। লোকান্তরে থেকেও তিনিই জাতির চলনে মননে নিরন্তর অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। তাই আগস্ট বেদনার মাস হলেও এই মাসেই শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু কন্যা দেশরন্ত শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে দ্বায়িত্ব পালনের মাধ্যমে সহযোগিতা করতে হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলীয় নেতাকর্মী সহ প্রত্যেককে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নাসিম আহম্মেদ বুধবার সন্ধ্যায় তার নিজ এলাকা নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের কচুয়া গ্রামে স্থানীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাতের সময় তিনি একথাগুলো বলেন। এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবির রহমান ও প্রয়াত জননেতা ইসরাফিল আলম এমপি সহ সারাদেশে প্রয়াত সকল দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
নওগাঁ-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে এলাকাবাসির দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
আরও দেখুন
বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …