শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন হেলাল এর মোটরবাইক শোভাযাত্রা

নওগাঁ-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন হেলাল এর মোটরবাইক শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন হেলাল বিশাল মোটরবাইক শোভাযাত্রা করেছেন। বৃহস্পতিবার রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই শোভাযাত্রা করেন তিনি ।

এদিন বেলা ১১টায় উপজেলা সদর থেকে প্রায় ৫/৭শত মোটরবাইক নিয়ে উপজেলা গোল চত্বর থেকে শোভাযাত্রা শুরু করেন। এর পর রাণীনগর থেকে আবাদপুকুর হয়ে আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন। এ সময় থেমে থেমে পথসভা ও জনগনের সাথে কুশল বিনিময় করেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন হেলাল।

শোভাযাত্রাকালে রাণীনগর উপজেলার রাজাপুর জিয়ানী পাড়ার মোড়ে তিনি সাংবাদিকদের জানান, এলাকায় মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি। তিনি বলেন, আওয়ামী লীগের সাথে আমাদের রক্ত মিশে আছে। গত ২০১৮ সালে নির্বাচনে আমি এই আসন থেকে দলীয় মনোনয়ন তুলেছিলাম । আশা করছি এবার মাননীয় প্রধান মন্ত্রী আমাকে বঞ্চিত করবেন না।

তিনি দাবি করে বলেন, জনগনের ভালোবাসায় আমি পর পর দুই বার বিপুল ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো ইনশাল্লাহ । আনোয়ার হোসেন হেলাল বর্তমানে রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য,গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়ে পরে। ইতি মধ্যে মনোনয়ন পেতে প্রায় ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …