রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / নওগাঁ-৬,আত্রাই-রাণীনগর আসনে স্বতন্ত্র প্রার্থী সুমন জয়ি

নওগাঁ-৬,আত্রাই-রাণীনগর আসনে স্বতন্ত্র প্রার্থী সুমন জয়ি

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:

নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর )আসনে স্বতন্ত্র প্রার্থী এ্যাড:ওমর ফারুক সুমন জয়ি হয়েছেন। বে-সরকারী ফলা ফলে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলাল কে ছয় হাজার ৭৪৬ভোটে হারিয়ে জয়ি হন তিনি। এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন।

রোববার দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে স্বতন্ত্র প্রার্থী এ্যাড: ওমর ফারুক সুমন ট্রাক প্রতিকে মোট ৭৬ হাজার ৭১৭ ভোট এবং নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী আনোয়ার হোসেন হেলাল এমপি নৌকা প্রতিকে ৬৯হাজার ৯৭১ ভোট পেয়েছেন। এতে ছয় হাজার ৭৪৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন সুমন। এর মধ্যে আত্রাই উপজেলায় ট্রাক প্রতিকে ভোট পেয়েছেন ৫৩হাজার ৫৯৭ এবং রাণীণগরে পেয়েছেন ২৩ হাজার ১২০ ভোট, নৌকা প্রতিকে আত্রাই পেয়েছেন ২৫হাজার ৬৬১ ভোট এবং রাণীনগর উপজেলায় পেয়েছেন ৪৪হাজার ৩১০ভোট। রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম এবং আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …