শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / “নওগাঁ ব্লাড সার্কেলের ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন”

“নওগাঁ ব্লাড সার্কেলের ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন”

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
গণসচেতনতা মানে সবার কাছে সচেতনতা পৌছে দেওয়া। রক্তদান নিয়ে সেই গণসচেতনতা সৃষ্টিতে, রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে কাজ করে যাচ্ছে “নওগাঁ ব্লাড সার্কেল”। রক্তের গ্রুপ না জানার কারণে অনেকেই রক্তদান করতে পারেন না। তাই, এলাকা ভিত্তিক ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

গত ৬ জুলাই, ২০২০ রোজ বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নওগাঁর রাণীনগর উপজেলার খট্টেশর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে আনন্দঘন পরিবেশে প্রায় ১০০ জন এলাকাবাসীর ফ্রীতে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি আবু ইউসুফ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ আলম পরিচালক সৈয়দ আহমেদ সিয়ামসহ আরো অনেকে।

সৈয়দ আহমেদ সিয়াম জানান আল্লাহ্ তায়ালা কবুল করলে নওগাঁবাসীর সহযোগীতায় এভাবে নিয়মিত ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অব্যহত থাকবে বলে আশা করা যায়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …