নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় প্রিমিয়ার ব্যাংকের সিড়িতে হামিদুল ইসলাম (৩৫) এক যুবককে ছুরিকাঘাত করেছে ছিন্তাইকারী। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। আহত যুবক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। সে নওগাঁ শহরের পার নওগাঁ এলাকায় ভাড়া থাকেন এবং সেভেন রিংস সিমেন্ট কোম্পানিতে চাকুরী করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল জানান, টাকা জমা দেওয়ার জন্য সকালে ব্যাংকে আসে হামিদুল। এসময় সিড়িতে অজ্ঞাত এক ছিনতাইকারী তাকে ছুরি মারে। এসময় তার কাছে থেকে টাকা নেওয়ার চেষ্টা করলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে। ওই ছিন্তাইকারী পালিয়ে যায়। ঘটনার পর তাকে উদ্ধার করে হাস্পাতালে ভর্তি করা হয়েছে।
প্রিমিয়ার ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার শহিদুল ইসলাম জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেহেতু ঘটনাটি সিড়িতে ঘটেছে ফলে ওই ছিন্তাইকারীকে আটক করা সম্ভব হয়নি। তবে আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে। আমরা আইনের সহায়তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …