নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে হেরোইন ও এ্যাম্পুলসহ ফেরদৌছ মোল্লা (৫০) ও স্বপন ওরফে ধলু (৩০) নামে দুইজনকে আটক করেছে। আটক ফেরদৌছ উপজেলার সিম্বা গ্রামের শরিফ উদ্দীনের ছেলে এবং ধলু উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আবু বক্করের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বুধবার সন্ধার পরম মাদক বিরোধী অভিযান চলাকালে উপজেলা সদর বিএনপি’র মোড় নামক এলাকা থেকে ফেরদৌছ মোল্লাকে এক গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এছাড়া একই সন্ধায় উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে ধলুকে ৬পিস নেশা জাতীয় এ্যাম্পুলসহ আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বুধবার রাতেই মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …