শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁর রাণীনগরে আরো ৫ জনের করোনা শনাক্ত

নওগাঁর রাণীনগরে আরো ৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা আরো পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ওই পাঁচ জন উপজেলার ধনপাড়া এবং মেরিয়া গ্রামের বাসিন্দা।
রাণীনগর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইফতেখারুল আলম খাঁন জানান, গত ৩০মে হাসপাতালের ২৬ বছর বয়সী এক নার্সের করোনা পজেটিভ আসে । এর পর তার সংস্পর্শে আসা সম্ভাব্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ পরীক্ষার রির্পোট হাতে আসে। এতে ওই নার্সের সংস্পর্শে আসা মিরাট ইউনিয়নের ধনপাড়া এবং মেরিয়া গ্রামের বৃদ্ধ,কিশোরীসহ মোট ৫জনের করোনা পজেটিভ আসে। তিনি জানান,এর আগে হাসপাতালের ডাক্তার,নার্স,গাড়ীচালক, ঢাকা ও নারায়নগঞ্জ ফেরৎসহ মোট ১৮ জনের করোনা শনাক্ত হয়। ধীরে ধীরে ১৮ জনই সুস্থ্য হয়েছে। এর পর নতুন করে গত ৩০ মে ওই নার্সের করোনা শনাক্ত হলে তার সংস্পর্শে আসা কয়েক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *