সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় বাস চাপায় নুরুজ্জামান বকুল (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত বকুল রাজশাহী জেলার তানোর উপজেলার রায়তান আকসা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল নামক স্থানে বুধবার (২জুন) বিকেল ৫টায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তানোর থেকে মান্দা উপজেলার সাবাইহাট এলাকায় আসছিলেন বকুল। পথে নওগাঁ রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল নামক স্থানে পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহী গামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি পরে যায়। এতে ঘটনাস্থলেই বকুল নিহত হয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …