সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁর দুই পৌরসভার একটিতে আ.লীগ ও একটিতে বিএনপি প্রর্থী জয়ী

নওগাঁর দুই পৌরসভার একটিতে আ.লীগ ও একটিতে বিএনপি প্রর্থী জয়ী


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ পৌরসভা নির্বাচনে ২৯ হাজার ২শ ৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব নজমুল হক সনি । তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগের নৌকা প্রতিক নিয়ে জেলা আ’লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা পেয়েছেন ২৫ হাজার ২শ ৫৫ ভোট।

অন্যান্যের মধ্যে সতন্ত্র প্রার্থী নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ইকবাল শাহরিয়ার রাসেল নারিকেল গাছ প্রতিক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৯শ ১৭ ভোট, জাতীয় পার্টির ইফতারুল ইসলাম বকুল নাঙ্গল প্রতিক নিয়ে পেয়েছেন ৪শ০১, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন হাতপাখার প্রার্থী আতিকুর রহমান পেয়েছেন ৭ হাজার৫শ ৫৭ ভোট।

অন্যদিকে জেলার ধামইরহাট পৌরসভায় নৌকা প্রতিক নিয়ে আ’লীগের আমিনুর রহমান ৭হাজার ৯শ ৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আইউব আলী নারিকেল গাছ প্রতিক নিয়ে পেয়েছেন ৩হাজার ৩শ ৬৩ ভোট এবং বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মাহবুবুর রহমান চপল পেয়েছেন ৩হাজার ৪৯ ভোট।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …