শুক্রবার , সেপ্টেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নওগাঁর আত্রাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেল হাজতে

নওগাঁর আত্রাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেল হাজতে


নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর আত্রাইয়ে শ্রমিকলীগ নেতার হাত ও পায়ের রগ কর্তনের ঘটনায় দায়ের করা মামলায় মহিলা ভাইস চেয়ারম্যানকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত মমতাজ বেগম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান।

গ্রেফতারের আগে তিনি বলেন, বাগমাড়া উপজেলায় ঠিকাদারি ৬৫ লক্ষ এবং ধারকৃত দুই লক্ষসহ মোট ৬৭ লক্ষ টাকা সোয়েবের নিকট পাব। আমি ও আমার ছেলে রাব্বী বহুবার অনুরোধ এবং দেন-দরবার করেও টাকা পাইনি। 

পুলিশ জানায়, ঘটনার দিন বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলা নিউমার্কেটে ঠিকাদারি অফিস কক্ষে আসেন সোয়েব। হঠাৎ মির্জা রাব্বী দলবল নিয়ে সরদার সোয়েবের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। বাজারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সোয়েবের পরিবার জানায়, বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন এবং মোটামুটি সুস্থ আছে।

আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, আহতের স্ত্রী সাবরিনা সুলতানা ঝর্ণা বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার আসামি মমতাজ বেগমকে গ্রেফতার করে সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …