নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ সদর উপজেলার মাদার মোল্লার হাট থেকে ৫০ কেজি ওজনের ৪০ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে এসব চাল উদ্ধার এবং উদ্ধারকৃত দোকান সিলগালা করা হয়েছে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদার মোল্লারহাটে সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামের মৃতঃ সাবদুল হকের ছেলে মুদির দোকানী খলিলুর রহমানের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ এবং আমাদের উপস্থিতি টের পেয়ে দোকানদার খলিলুর রহমান পালিয়ে গেলেও দোকানে ভিজিএফের সরকারি ১০ টাকা কেজির ৫০কেজি ওজনের ৪০ বস্তা চাল উদ্ধার এবং দোকানটি সিলগালা করা হয়েছে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …