শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নওগাঁয় মিল থেকে বিপুল পরিমাণ ধান-চাল জব্দ – অর্থদন্ড

নওগাঁয় মিল থেকে বিপুল পরিমাণ ধান-চাল জব্দ – অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে একটি রাইস মিল থেকে বিপুল পরিমাণ ধান ও চাল জব্দ করেছে র‌্যাব-৫ এবং ধান-চাল সংরক্ষণের অপরাধে ওই মিলের মালিককে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দোহালী এলাকায় জে.কে রাইস মিলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এসব ধান-চাল জব্দ ও ওই মিলের মালিক যুগোল কিশোর গুপ্ত (৬২) কে আটক করে জরিমানা করা হয়। র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী মিজানুর রহমানসহ উপজেলার দোহালী এলাকার জে. কে রাইস মিলে অভিযান পরিচালনা করে। এসময় ওই রাইস মিলে ১হাজার হাজার ২৪৭মেট্টিক টন চাল এবং ৮৬১.৫০ মেট্টিক টন ধান অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, আহরণ, সরবরাহ ও সংরক্ষণের অপরাধে ওই মিলের মালিক যুগোল কিশোর গুপ্ত (৬২) কে আটক করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …