সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / নওগাঁয় মানবিক ব্লাড ডোনার গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁয় মানবিক ব্লাড ডোনার গ্রুপের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
“চলো বোন চলো ভাই রক্ত দানে ভয় নাই। এসো করি রক্ত দান বাঁচতে পারে একটি প্রাণ।” শ্লোগানে মানবিক ব্লাড ডোনার গ্রুপ নওগাঁর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যপী ব্লাডগ্রুপ নির্ণয় ক্যাম্পিং, রক্তদান কর্মসূচী এবং কেক কাটার মধ্যে দিয়ে দিনটি উৎযাপিত হয়েছে। শনিবার(০৫ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নওগাঁ সরকারি কলেজের একাডেমিক ভবনের সামনে একর্মসূচির উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান।

মানবিক ব্লাড ডোনার গ্রুপের আয়োজনে এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা মিঠুন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল। মিঠুন আহমেদ বলেন, এ মহতী উদ্যোগ জরুরি রক্তের প্রয়োজন মেটাতে সহায়তা করবে। কেউ যেন রক্তের অভাবে ভোগান্তির শিকার না হন।

এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো ‘ওয়ার্ক ফর হিউম্যানিটি অর্থাৎ মানবতার জন্য কাজ’। ‘আমরা মনে করি, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। কারও রক্তের দরকার হলে আমরা জরুরি ভিত্তিতে সরবরাহ করবো। দিনব্যপী এ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন, মাসরুফ, জীবন, রনি, বাপ্পি,সাবিহা, মিম,স্মৃতি, নুসরাত, শেফাউল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …