রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁয় প্রয়াত সাংসদের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় প্রয়াত সাংসদের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
আসনের প্রয়াত সাংসদ ইসরাফিল আলমের অবৈধভাবে জবরদখল করা জমি একইভাবে তার সহধর্মিণী সুলতানা পারভীন বিউটির দখল ধরে রাখা জমি ফেরতের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগীরা। সোমবার (১২ এপ্রিল) দুপুরে জেলার রানীনগর উপজেলার কাশিমপুর রাজবাড়ী সংলগ্ন ‘কাশিমপুরের জমি হারানো ভুক্তভোগী পরিবারবর্গ’র আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, প্রয়াত সাংসদ ইসরাফিল আলম তার গুন্ডা বাহিনী দিয়ে প্রকাশ্য দিবালোকে জোরকরে ধান কেটে নিয়ে প্রাচীর দিয়ে আমাদের জমি জবর দখল করে পল্লীশ্রী সমন্বিত কৃষি প্রদর্শণী খামার তৈরি করেন। আমরা বাধা দেয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু সাংসদের ক্ষমতার দাপটে আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। জমি হারিয়ে অনেকে মৃত্যু বরণ করেছে। অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা এখনো চলমান রয়েছে। তার মৃত্যুর পরে তার স্ত্রী সুলতানা পারভীন একই ভাবে জমি জবর দখল করে রেখেছেন। আমরা আমাদের জমি ফেরত চাই।

স্থানীয় ভুক্তভোগী এবং কাশিমপুর ইউনিয়ন আ’লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পরবর্তী পল্লীশ্রী সমন্বিত কৃষি কৃষি প্রদর্শণী খামারের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ভুক্তভোগী খলিলুর রহমান, আব্দুল হান্নান, ওমর ফারুক, বাচ্চু প্রমূখ।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …