নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় অভিনব কায়দায় ধান বোঝায় ট্রাকে করে বহনকরে নিয়ে যাওয়ার সময় ধানের বস্তার ভিতর থেকে ৪০ কেজি গাঁজা এবং বহনকারী ট্রাকসহ ০৩ জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫। শুক্রবার(০৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার মহাদেবপুর উপজেলার নাওহাটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফাতেয়াবাদ গ্রামের কনু মিয়ার ছেলে রাসেল মিয়া(২৫), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকার মৃত সুরুজ আলীর ছেলে ট্রাক ড্রাইভার আক্তার হোসেন (৩৮) এবং একই এলাকার মৃত ফরিদ শেখের ছেলে ট্রাকের হেলপার নাজিম শেখ (২০)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার মহাদেবপুর উপজেলার নাওহাটা এলাকায় অপারেশন পরিচালনা করে ৪০ কেজি গাঁজা, ৪৫ বস্তা ধান, গাড়ীর কাগজপত্র সহ বহনকারী একটি বড় ট্রাক, ১১শ টাকা, ৪ টি মোবাইলসেট সহ তাদেরকে আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …