রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নওগাঁয় থানা থেকেই সরবরাহ করা হবে জিডি ফরম

নওগাঁয় থানা থেকেই সরবরাহ করা হবে জিডি ফরম

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
সাধারণ ডায়েরি (জিডি) করার ফরম এখন থেকে নওগাঁ জেলার প্রতিটি থানা থেকেই সরবরাহ করা হবে। জিডি আবেদনকারী বিনা মূল্যেই এই ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম সংগ্রহ করে থানায় বসে কিংবা বাসায় পূরণ করেই জমা দিতে পারবেন। মঙ্গলবার(১০ নভেম্বর) দুপুরে নওগাঁ সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার ও এম মামুন খান চিশতী, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসান বিন ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, ‘জিডি করতে সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগ থেকে বের হয়ে আসতেই এবং মানুষের সুবিধার কথা চিন্তা করেই জিডি আবেদনকারী ব্যক্তিদের থানা থেকেই জিডির ফরম সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। নওগাঁর ১১টি থানাতেই জিডির বই সরবরাহ করা হয়েছে। যিনি জিডি করবেন, দ্বায়িত্বরত পুলিশ কর্মকর্তা তাঁকে দুই পৃষ্ঠার একটি ফরম সরবরাহ করবেন। আবেদনকারী থানায় বসে পুলিশের সহায়তায় অথবা বাড়ি থেকে জিডি লিখে আনতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘থানা থেকেই বিশেষ ফরমেটের জিডি ফরম সরবরাহ করার ফলে সুবিধাভোগী অথবা দালালদের দৌরাত্ম অনেকটাই কমে আসবে। দালালের সহযোগিতা ছাড়াই আবেদনকারী নিজেই নতুন জিডি ফরমে আবেদন করতে পারবেন।’

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …