শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নওগাঁয় এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তির দাবীতে মানববন্ধন

নওগাঁয় এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
বাংলাদেশ বার কাউন্সিলের ২০১৭/২০২০ সালের প্রিলিমারী এমসিকিউ পরীক্ষায় উত্তীর্নদের অনতিবিলম্বে এ্যাডভোকেট হিসেবে তালিকা ভুক্তির দাবীতে নওগাঁয় মানববন্ধন কর্মসুচী পালন করেছে জেলার পরীক্ষায় উত্তীর্ণরা। মঙ্গলবার(৩০ জুন) দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে ২ ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসুচী পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিটির আহ্বায়ক শামীমুর রেজা রনি, যুগ্ম আহ্বায়ক রানা হোসেন ও আতাউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন থেকে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তি হতে পারি নাই। প্রতি বছর বার কাউন্সিল থেকে তালিকাভুক্তি দেয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না। কেউ কেউ ৮/১০ বছর ধরেও পাশ করে বসে আছে তারা এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তি হতে পারে নাই। অনতিবিলম্বে এ্যাডভোকেট হিসাবে তালিকা ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আশু দৃষ্টি কামনা করেছেন তারা।

আরও দেখুন

বড়াইগ্রামে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ’ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ’ শীর্ষক …