সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁয় আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার ভেড়া বিতরণ

নওগাঁয় আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার ভেড়া বিতরণ


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় স্থানীয় আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৫ ডিসেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় প্রাণী সম্পদের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচীর আওতায় জন প্রতি ২টি করে ১৮ জন প্রতিবন্ধীদের মাঝে ৩৬টি ভেড়া বিতরণ করা হয়েছে। নওগাঁ আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক প্রদ্যুৎ ফৌজদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গাউসুল আজম, সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, সংস্থাটির সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন বাদশা, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ সংস্থাটির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …