সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁয় অবিসংবাদিত নেতা এমএ রকিবের স্মরণ সভা অনুষ্ঠিত

নওগাঁয় অবিসংবাদিত নেতা এমএ রকিবের স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, স্বাধীনতার পর নওগাঁ পৌরসভার প্রথম চেয়ারম্যান, ভাষাসংগ্রামী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক এমএ রকিবের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ ডিসেম্বর) শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা কমিটির উদ্যোগে বিকাল ৪ টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ – রাকসুর সাবেক ভিপি, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাগিব আহসান মুন্না, রাজশাহী জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, কবি সাহিত্যিক ও গবেষক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, নওগাঁ জেলা সিপিবির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড ময়নূল হক মুকুল, জেলা পার্টির সাবেক সভাপতি ক্ষেতমজুর নেতা কমরেড প্রদ্যুত ফৌজদার, কমরেড সত্যেন্দ্রনাথ প্রামানিক, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আহসান ও সুবীর প্রামানিক প্রমুখ নেতৃবৃন্দ।

কমিউনিস্ট পার্টি নওগাঁ জেলা কমিটির সভাপতি এডভোকেট মহসীন রেজা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় বক্তারা প্রয়াত জননেতা এমএ রকিবের সংগ্রামী, ত্যাগী, কর্মময় ও গণমুখী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা বলেন, উত্তরবঙ্গের ত্যাগের রাজনীতিতে এম এ রকিব ছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। একমাত্র ৭২ এর সংবিধান সংবিধানের ভিত্তিতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে এমএ রকিবের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব। ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে পাকিস্তানি বাহিনীর সাথে লড়াই করে দেশমাতৃকাকে স্বাধীন করেছিলেন, তা এখনো বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ ভৌগোলিকভাবে স্বাধীনতা লাভ করলেও এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এখনো প্রতিষ্ঠিত হয়নি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …