শনিবার , অক্টোবর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ধারাবারিষার ২শ দুস্থ পরিবার পেল ১০ কেজি করে চাল

ধারাবারিষার ২শ দুস্থ পরিবার পেল ১০ কেজি করে চাল


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের করোনা দুর্গত ২০০ জন দুস্থ ও অতিদরিদ্রকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ওই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় ইউপি সচিব সাইদুর রহমান, ইউপি সদস্য এমএ মনছুর, শফিকুল ইসলাম বকুল, হাফিজুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জানা যায়, গত মঙ্গলবারেও ২ হাজার ১২০ জনকে ৪৫০ টাকা করে দিনব্যাপী প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয় বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …