নিজস্ব প্রতিবেদক লালপুর………………………..নাটোর -১ লালপুর -বাগাতিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে আসার ঘোষণা দিলেন সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল কন্যা ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী শেষে পথসভায় তিনি এই ঘোষণা দেন। এসময় তিনি বলেন আমরা অনেক জীবনের বিনিময়ে নতুন আরেক বাংলাদেশ পেয়েছি। কিন্তু মনে রাখতে হবে ষড়যন্ত্র এখনো চলমান। যে সৈরাচারী সরকার তার নিজের লোকজন ফেলে পালিয়ে গেছে সেই পলাতক সরকারের বহু বিষ ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে। প্রতি মুহূর্ত চেস্টা করছে এই বাংলাদেশ যে নতুন স্বাধীনতা অর্জন করলো তা নস্যাৎ করার জন্য। আর আমাদের ভেতরে কিছু কিটপতঙ্গ আছে যারা এদেরকে শেলটার দিচ্ছে। আমি দ্যার্থহীন কন্ঠে বলতে চাই পতিত সরকারের আমলে আমার ভায়েরা রাতে ঘুমাতে পারেনি, মাঠে ময়দানে ঘুমাতে হয়েছে, মামলা দিয়ে ঘর ছাড়া করেছে, পেট ভরে খেতে পারেনি, পিঠে মার পড়েছে এই সব সৈরাচারী সরকারের শাসকদের যারা শেলটার দিচ্ছেন তারা সাবধান হয়ে যান, আজকের মিছিল দেখে যান। বিএনপির তকমা লাগাবেন আর এদেরকে শেলটার দিবেন তা হবে না। আপনাদের বিচার জনতার আদালতে হবে। আজকের র্যা লীর জনসমুদ্র প্রমাণকরে বাগাতিপাড়ার মাটিতে কোন ধরনের দালালিপনা চলবেনা। এসময় তিনি আরো বলেন, আজকে আপনাদের কাছে ওয়াদা করে যাই, যে কৃতজ্ঞতা ভালোবাসা আমার বুকে আছে তা দিয়ে আপনাদের কাছে ওয়াদা করতে চাই আপনাদের বুকের ভেতর যে আশা জলজল করছে সেই ধানের শীষের প্রতিক, একটি ধানের শীষ, একটি নমিনেশন আমি ফারজানা শারমিন পুতুল সেই নমিনেশন আপনাদেরকে এনে দেব।বাগাতিপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের একাংশের আয়োজনে শুক্রবার বিকালে মালঞ্চি বাজার রেল গেট এলাকা থেকে এক বিরাট র্যা লী বের হয়ে বিড়ারকোল বাজার প্রদক্ষিন করে পুনরায় রেল গেটে ফিরে আসে এবং সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। র্যা লীতে কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করে।
