রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ধর্ষণের মামলা করলেই এক লাখ টাকা

ধর্ষণের মামলা করলেই এক লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:
গত বৃহস্পতিবার চট্টগ্রামের নেতা-কর্মীদের সঙ্গে স্কাইপে যুক্ত হন লক্ডনে পলাতক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া। চট্টগ্রাম প্রান্ত থেকে এই আলােচনায়। নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে অংশগ্রহনকারী বিএনপির একজন নেতা বলেছেন তিনবার বিরতি দিয়ে ঐ আলােচনা চলে প্রায় ৯ ঘণ্টা। বৈঠকে তারেক জিয়া বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সব নারী নীদের ধর্ষণের মামলা করার নির্দেশ দিয়েছেন।বৈঠক সূত্রে জানা গেছে, তারেক জিয়া বলেন, “বিএনপির যারা নারী কর্মী আছেন, তাদের বলি, আপনার এলাকায় যারা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আছেন, তাদের বিরুদ্ধে থানায় গিয়ে ধর্ষণের মামলা করুন। বিএনপির নেতাকর্মীরা এই মামলার সাথে সাথে স্থানীয় ভাবে কর্মসূচী দেন। সমাবেশ, মানববন্ধন করুন। বৈঠকে উপস্থিত একজন তারেকের এই নির্দেশনার কথা স্বীকার করে বলেন তারেক বলেছেন একটি মামলা হলেই, যিনি মামলা করেছেন, তাকে এক লাখ টাকা দেয়া হবে। টাকার জিমাদার হয়েছেন আমার অস।বৈকে অংশগ্রহনকারী আরেক নেতা বলেছেন তারেক নির্দেশ দিয়েছেন যে, ধর্ষণের মামলা করার আগে, সাংবাদিকদের জানাতে হবে। ভালাে হয়, একটা প্রেস কনফারেন্দ করলে। তাহলে পুলিশ চাপে পরবে। মামলা নিতে নাধ্য হবে। ঐ নেতার ভাদা মতে তারেক বলেছেন, ধর্ষণের মামলা না নিলে, মিডিয়াকে বলুন। মিডিয়াকে ম্যানেজ করুন।জানা গেছে, তারেক প্রতিদিন চট্টগ্রাম থেকে মৃত ১০টি ধর্মণের মামলা করার নির্দেশ দিয়েছেন। এজন্য সা খরচ লাগে সেটা দেয়ার জন্য আমীর খসরুকে নির্দেশ দিয়েছেন। বৈঠকে সংযুক্ত একজন বলেছেন, বৈঠতে ধর্ষণের মামলা ওলাে একটু রিমোট প্রত্যন্তর এলাকায় রাতও নির্দেশ দেয়া হয়েছে। বৈঠকে বলা হয়, গতন্ত্রের জন্য অনেকে মাথতি অনেকে জেল, জুলুম নির্যাতন সহ্য করে। আপনাদের এসব কি বলতে হবে না বধূ ধর্ষিতার এই অভিনয় সাতে হবে। তারেক বিবাহিত নারী কর্মীদের তাদের স্বামীর অনুমতি নিয়ে ধর্সিতা সেজে মমলার নির্দেশ দিয়েছেন।বিএনপির একাধিক সূত্র বলছে, সিলেটের এম সি কলেজের ঘটনার পরপরই সক্রিয় হয়েছেন তারেক। সারা দেশে তুমূলের নেতা-কর্মীদের সঙ্গে ছাইপে যুক্ত হচ্ছেন মানেন অ&েদণ্ড এই পণাত আসমা। আইন গ্রয়োগকালা সংস্র একজন উতন কর্মকর্তার সঙ্গে এ বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন এবকম তগ্য আমাদে বনেও এসেছে হঠাৎ করে এভাবে ধর্ষণের ঘটনার পেনে পরিকল্পি খড়যন্ত আছে তিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …