মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ধর্ষকদের ফাঁসির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

ধর্ষকদের ফাঁসির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

আখলাকুজ্জামান, গুরুদাসপুরঃ
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের বোনের ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন” ব্যানারে ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মিসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলা, পৌর ও বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রলীগ কর্মীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন। এসময় ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন প্রভাষক নাসরিন সুলতানা রুমা, নাটোর জেলা পরিষদের সদস্য সরকার মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. শেখ সবুজ প্রমূখ।

এর আগে গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মানববন্ধনকে স্বাগত জানান। কর্মসূচিজুড়ে ছিল কঠোর পুলিশি নিরাপত্তা ।

আরও দেখুন

গুরুদাসপুরে মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল

ঘোষণা ও পুরস্কার বিতরনী সভা নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,গুরুদাসপুরে সাউতুল কুরআন মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল ঘোষণা …