মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দড়ি টাঙ্গিয়ে দোলনায় দোল খাবার সময় দড়ি ছিঁড়ে পড়ে এক শিশুর মৃত্যু

দড়ি টাঙ্গিয়ে দোলনায় দোল খাবার সময় দড়ি ছিঁড়ে পড়ে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হিলিতে গাছে দড়ি টাঙ্গিয়ে দোলনায় দোল খাবার সময় দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে প্রতিবন্দী হাবিবা (৭) নামের শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার সরঞ্জাগাড়ী নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাবিবা হলেন হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের সরন্জাগাড়ী গ্রামের হাসিম উদ্দিনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার তদন্ত ওসি শরিফুল ইসলাম ।

স্থানীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, আজ শুক্রবার বিকেলে বাড়িতে একটি পেয়ারা গাছের ডালে দড়ি টাঙ্গিয়ে দোলনয় দোল খাচ্ছিলেন হাবিবা। এ সময় দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি হাবিবাকে মৃত ঘোষণা করেন। হাবিবা প্রতিবন্ধী ছিলো সে স্কুলে পড়াশোনা করতো না বলেও জানা যায়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …