নিজস্ব প্রতিবেদক: দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ এর দাবি করেছে নাটোর পৌরসভা। গতকাল ২৯ জুন সকাল থেকেই পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ঘুরে ঘুরে সকল অলিগলি থেকে কোরবানির বর্জ্যের সংগ্রহ করে দ্রুত ডাম্পিং করেছে। এছাড়াও যেখানে রক্তমাংস পড়েছিল সেখানেও ধুয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছে তারা। পৌর নাগরিক ২নং ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, আমাদের মহল্লায় দ্রুততম সময়ের মধ্যে সমস্ত বর্জ্য পরিষ্কার এবং অপসারণ করায় মেয়র জলি দিদিকে ধন্যবাদ। লালবাজার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, আগে দুই তিন দিন পর্যন্ত বিভিন্ন স্থানে বর্জ্য পড়ে থেকে দুর্গন্ধ ছড়াতো। কিন্তু এখন সেগুলো আর দেখা যায় না। তিনি আরো জানান, এ ব্যাপারে নাগরিকদেরও সচেতন হতে হবে। নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি নারদ বার্তাকে জানান, খুবই সীমিত সাধ্যের মধ্যে থেকেও কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় এই বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। পৌরবাসীকেও আমি ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য। তিনি আরো জানান পৌরসভার ড্রাম ট্রাকগুলো নষ্ট হয়ে গেছে। সেগুলো দিয়ে ঠিকমত কাজ করা সম্ভব নয় তারপরেও আমাদের কর্মীদের আন্তরিকতার কারণে এটি সম্ভব হয়েছে। তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাটোরের চক বৈদ্যনাথ এলাকার চামড়ার আড়তের বর্জ্য অপসারণ করা। কেননা এখানে প্রায় ৪০ টি জেলার চামড়া আসে। সেই চামড়া থেকে যে বিপুল পরিমাণ বর্জ্য পৌরসভার সীমিত ব্যবস্থা দিয়ে অপসারণ করা খুবই কঠিন। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছি কয়েকটি ড্রাম ট্রাক দেয়ার জন্য। সেগুলো আসলেই আমাদের পক্ষে এই বর্জ্য অপসারণ করা সহজ হবে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …