শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / দ্রব্য মূল্যর বৃদ্ধি ডামি নির্বাচন বাতিল ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে লিফলেট বিতরন

দ্রব্য মূল্যর বৃদ্ধি ডামি নির্বাচন বাতিল ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে লিফলেট বিতরন

নিজস্ব প্রতিবেদক:

দ্রব্য মূল্যর বৃদ্ধি, ডামি নির্বাচন বাতিল, ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে  নাটোরে জেলা বিএনপির লিফলেট বিতরন করেছে।   আজ শনিবার  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এই লিফলেট বিতরন করা হয়। লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদর উপজেলা যু্বদলের সাধারন সম্পাদক সোহেল রানা, বিএনপি নেতা শাজাহান খান সহ  অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নেতারা বলেন বাংলাদেশে আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সীমাহীন মূল্য বৃদ্ধির ফলে কোটি কোটি মানুষ নিঃস্ব ক্ষুধার্ত ও ঋণগ্রস্ত। অরক্ষিত সীমান্তে দেশের নাগরিক একের পর এক খুন হচ্ছে। ৭ জানুয়ারীর ডামী নির্বাচন বাতিল করে একটু সুষ্ঠ ভোট দেওয়ার জন্য এ সরকারের প্রতি আহবান জানন নেতা কর্মিরা।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …