সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / দ্রব্যমূল্য বৃদ্ধিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপি

দ্রব্যমূল্য বৃদ্ধিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি। আজ ২২ মার্চ মঙ্গলবার বেলা এগারোটার দিকে জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হকের নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করেন । জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ। স্মারকলিপিতে তারা চাল, তেল চিনি গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করেন। সেই সঙ্গে মানুষের চরম দুর্ভোগ লাঘব করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এই স্মারকলিপি প্রদান করেন তারা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …