প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার হোটেল লোটে প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
টুইটে বলা হয়, সাক্ষাতে প্রধানমন্ত্রীকে আন্ডার সেক্রেটারি জেনারেল আগামী বছর দোহায় আসন্ন এলডিসি-৫ সম্মেলনে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত নিয়ে টুইট করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমাও। টুইটে ফাতিমা লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ বিশেষ সম্মানের। স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) প্রতি অটল সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানাই। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে যাওয়ার ক্ষেত্রে ইউএওএইচআরএলএলএস-এর সমর্থন অব্যাহত থাকবে।
চলতি বছরের জুন মাসে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমাকে সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল করা হয়। রাবাব ফাতিমা স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে নিয়োগ পান।