নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক-প্রকাশক শফিকুল ইসলামসহ পত্রিকার ৪ জন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকরা।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন-সিটিজেএ’র সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিটিজেএ’র সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, অর্থ সম্পাদক তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি জহুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, জনবানী পত্রিকার স্থানীয় প্রতিনিধি সোহেল রানা প্রমূখ।
সমাবেশ থেকে দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক-প্রকাশক শফিকুল ইসলামসহ পত্রিকাটির ৪ জন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অপরদিকে আজ রবিবার সকালে জেলার শিবগঞ্জে বিজয় টিভির সাংবাদিক নাদিম হোসেনকে একজন ঠিকাদার কর্তৃক লাঞ্ছিতের প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই ঠিকাদারকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেন সাংবাদিকরা।