সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ‘দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে’

‘দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি সরকারকে সহযোগিতা করতে হবে।

গতকাল শনিবার সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল হক বলেন, আওয়ামী লীগ সরকার প্রত্যন্ত গ্রামেও বিদ্যুৎ দিচ্ছে, নানা ভাতা দিচ্ছে, পুনর্বাসন কাজ করছে। প্রতিটি পাড়া-মহল্লায় এই উন্নয়নের কথা পৌঁছে দিন। 

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেনের সভাপতিত্বে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত এ কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল, সদর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য ডা. মোকলেছুর রহমান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *