রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / জাতীয় / দেশে নতুন করে ৩ লাখ ঘর নির্মাণ করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

দেশে নতুন করে ৩ লাখ ঘর নির্মাণ করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

দেশে নতুন করে গৃহহীনদের জন্য তিন লাখ দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

রোববার দুপুরে সাভারের তালবাগ এলাকায় নবগঠিত সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না তাই সরকার দেশের অসহায় মানুষদের জন্য বিনামূল্যে ঘর নির্মাণ করে দিচ্ছে।

তিনি বলেন, সাভারে পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়সহ আরো ৫০টি ঘর নির্মাণ করা হয়েছে। আগামী ১১ অক্টোবর ঘরগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতবিনিময় সভায় সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি পারভেজ দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমরসহ ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …