সোমবার , জানুয়ারি ৬ ২০২৫
নীড় পাতা / জাতীয় / দেশে তৈরি মুঠোফোন যাচ্ছে নেপালে

দেশে তৈরি মুঠোফোন যাচ্ছে নেপালে

নিউজ ডেস্ক:
দেশের চাহিদা মিটিয়ে নিজেদের কারখানায় তৈরি মুঠোফোন নেপালে রপ্তানি করছে সিম্ফনি। শনিবার সাভারের আশুলিয়ায় সিম্ফনি কারখানায় এ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, দেশে তৈরি মুঠোফোন দ্বিতীয়বারের মতো বিদেশে রপ্তানি হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশে তৈরি ডিজিটাল যন্ত্র ৫০টি দেশে রপ্তানি হবে। গুণগত মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে পারলে দেশে তৈরি মুঠোফোন শিগগিরই আন্তর্জাতিক বাজারে বড় একটা জায়গা তৈরি করতে পারবে।

অনুষ্ঠানে দেশে তৈরি মুঠোফোন রপ্তানিকে গৌরবের বিষয় বলে উল্লেখ করেন ডাক ও টেলিযোগাযোগসচিব মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কারখানা ঘুরে দেখেন তাঁরা।

আরও দেখুন

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ সরকারি সহায়তায়

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, উপজেলায় ৩৯৮৪ টি কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার …