সোমবার , নভেম্বর ১৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ‘দেশে করোনা টিকা উৎপাদন শিগগিরই’

‘দেশে করোনা টিকা উৎপাদন শিগগিরই’

নিউজ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদনের লক্ষ্যে আগামী দুই-চার দিনের মধ্যে একটি দেশের সঙ্গে সমঝোতা চুক্তি সই হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য বিষয়ক জাতীয় দৈনিক ‘টাইমস অফ বাংলাদেশ’এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘দেশীয়ভাবে টিকা উৎপাদনের জন্য আমরা একটি প্রস্তাবনা জমা দিয়েছি। দুই-চার দিনের মধ্যে একটি দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।’

তবে কোন দেশের সঙ্গে বা কোন কোম্পানির সঙ্গে এই চুক্তি সই হবে তা মন্ত্রী উল্লেখ করেননি। 

এ সময় আরও তিনি বলেন, ‘দেশের টিকা উৎপাদনে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে।’

এর আগে গত ১৫ আগস্ট চীনা একটি কোম্পানির সঙ্গে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন (বিসিপিএস) মিলনায়তনে বাংলাদেশ সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয়।

ওই চুক্তিতে ছয় মাসের মধ্যে টিকা উৎপাদনের কথা উল্লেখ করা হলেও বিষয়টি নিয়ে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যায়নি।

আরও দেখুন

নাটোরের লালপুরে ঠিকাদারের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,, নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। …