রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উন্নয়ন বার্তা / দেশে আরও তিনটি নতুন উপজেলা হচ্ছে

দেশে আরও তিনটি নতুন উপজেলা হচ্ছে

নিউজ ডেস্ক:
দেশে নতুন আরও তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হলো- কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর থানা। উপজেলার স্বীকৃতি দিয়ে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এ নিয়ে দেশে মোট উপজেলা হলো ৪৯৫টি।

সোমবার সচিবালয়ে নিকার সভা হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

একই সঙ্গে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ রাখা হয়েছে বলে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘উপজেলা হতে যে শর্তাবলি রয়েছে, তা পুরোপুরি পূরণ করে না এই থানা তিনটি। কিন্তু তিনটিই দুর্গম এলাকা। এ জন্য নিকার এগুলোকে উপজেলা করতে সম্মত হয়েছে। একই সঙ্গে নিকার নির্দেশনা দিয়েছে, এরপর থেকে ক্রাইটেরিয়া ফুলফিল না করে যাতে প্রস্তাব না আনা হয়।’

তিনি বলেন, ‘কক্সবাজারের ঈদগাঁও থানা সদর

থেকে ৪০ কিলোমিটার দূরে। সরকার মনে করে, ওখানে একটা বড় রিসোর্স গেইন করার সম্ভাবনা রয়েছে। এলাকার লোকজনেরও খুবই অসুবিধা হয়। এ জন্য সরকার অনুমোদন দিয়েছে।’

মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটাও ধর্মপাশা থেকে ২৫-২৬ কিলোমিটার দূরে, যা হাওড়ের মধ্যে অবস্থিত। মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। এটাও দুর্গম এলাকা।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, এলাকার লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ করা হয়েছে। সভায় ঢাকা জেলার দোহার পৌরসভার দুর্গম এলাকাকে বাদ দিয়ে কাছাকাছি ইউনিয়ন পরিষদে সংযুক্ত করা হয়েছে এবং শহরের সুবিধা আছে- এমন কিছু এলাকাকে পৌরসভায় সংযুক্ত করা হয়েছে। এর আকার এখন গোলাকৃতি হয়েছে বলেও জানান তিনি।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …