শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের নির্দেশনা

নিউজ ডেস্ক:
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা সংশ্লিষ্ট দফতর ও সংস্থাকে শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) পালনের নির্দেশ দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এই নির্দেশনা দেয়।

এর আগে গত ১৬ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাক্ষরিত চিঠিতে শহীদ বুদ্ধিজীবী দিসব পালনের নির্দেশনা দেওয়া দেওয়া হয়। ওই নির্দেশনার আলোকে মাধ্যমিকও ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:
শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন বেসরকারি শিক্ষকরা
মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের নির্দেশ সরকারের
জানুয়ারি থেকে ইএফটিতে বেতন-ভাতা পাবেন প্রাথমিক শিক্ষকরা
কীভাবে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী

ওই নির্দেশনায় আরও বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটি ১৪ ডিসেম্বের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও সব অফিস ও সংস্থাকে এ দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনে মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিতে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …